ফেইসবুক লাইট চালান ফ্রীতে [কোন ডাটা চার্জ ছাড়া] Facebook Lite Free use.
ফেইসবুক লাইট চালান ফ্রীতে [কোন ডাটা চার্জ ছাড়া.
আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ট্রিক
শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার জিপি সিমে ডাটা বা ব্যালেন্স না থাকলেও
ফেইসবুক লাইট অ্যাপটি দিয়ে ছবি সহ ফেইসবুক ব্রাউজিং করতে পারবেন। চলুন দেখি
কিভাবে করবেনঃ
প্রথমে আপনার মোবাইলের সেটিংসে গিয়ে অ্যাপ অপশন থেকে ফেইসবুক লাইটের ডাটা ক্লিয়ার করে দিন।
প্রথমে আপনার মোবাইলের সেটিংসে গিয়ে অ্যাপ অপশন থেকে ফেইসবুক লাইটের ডাটা ক্লিয়ার করে দিন।
এবার ডাটা অন রেখে ফেইসবুক লাইট ওপেন করুন। দেখুন লোড হচ্ছে।
নিচের মত আসলে কনটিনিউ অ্যাজ এ ক্লিক করুন।
আর যদি লগিন পেইজ আসে তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
এবার স্কিপ এ ক্লিক করুন।
দেখেন ছবিসহ ফেইসবুক লাইট চালু হয়ে গেছে।
এখন আর কি করবেন?? চালাইতে থাকেন।
বিঃদ্রঃ আমি কিন্তু সিমে ডাটা/ব্যালেন্স না রেখে চালাইছি। রেখে চালাইলে
কাটবে কিনা আমি নিশ্চিত না। সুতরাং ডাটা ও ব্যালেন্স না রেখে ট্রাই করবেন।
ধন্যবাদ।
যাদের ফেইসবুক লাইট নাই তাদের জন্য ডাউনলোড লিঙ্কঃ
No comments
Post a Comment